প্রশ্ন এক ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক রয়েছে ৷ এখন সে যাকাত প্রদানের ইচ্ছা করেছে এবং সে চাচ্ছে যে এর দ্বারা কোন ঝৃনী ব্যক্তির ঋন পরিশোধ...
এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি কিভাবে তার যাকাত সঠিক ভাবে আদায় করবে?
উত্তর: যদি কোন ব্যক্তি যাকাতের টাকা থেকে যাকাতের উপযুক্ত কোন ব্যক্তির ঋণ পরিশোধ করে দিতে চায় তাহলে তার সূরত হল যে, ঝনের টাকা উপযুক্ত ব্যক্তি দিয়ে দেবে অত: পর তাকে ঋন পরিশোধ করতে বলবে, কিংবা তার থেকে নিয়ে নিজেই ঋন পরিশোধ করে দেবে ৷ এভাবে যাকাতও আদায় হয়ে যাবে এবং ঋনও পরিশোধ হয়ে হয়ে যাবে৷
তবে যদি যাকাতের উপযুক্ত ব্যক্তিকে যাকাতের টাকা প্রদান না করেই তার পক্ষ থেকে তার ঋন পরিশোধ করে দেয়, তাহলে ঋনতো পরিশোধ হয়ে যাবে কিন্তু যাকাত আদায় হবে না ৷ কেননা যাকাত আদায় সঠিক হওয়ার জন্য শর্ত হল, যাকাতের উপযুক্ত ব্যক্তিকে প্রদত্ত মালের মালিক বানিয়ে দেওয়া ৷ অথচ এক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিকে মালিক বানানো হয়নি ৷
সূত্র:
বাদায়ে সানায়ে: ২: ৩৯ যাকাত অধ্যায় ৷
আল মুহিতুল বুরহানী: ৩: ২৬৮ যাকাত অধ্যায়, সতেরতম পরিচ্ছেদ ৷
যাকাত কি মাসায়েল কা ইনসাইক্লোপিডিয়া: পৃষ্ঠা: ২০২৷
COMMENTS