প্রশ্ন: কেচো, কাকড়া, পোকা -মাকড় বা ছোট মাছ বা অন্য কোন হারাম প্রাণী বড়শিতে লাগিয়ে মাছ শিকার করা জায়েয আছে কি -না? এবং উক্ত মাছ খাওয়...
প্রশ্ন: কেচো, কাকড়া, পোকা -মাকড় বা ছোট মাছ বা অন্য কোন হারাম প্রাণী বড়শিতে লাগিয়ে মাছ শিকার করা জায়েয আছে কি -না? এবং উক্ত মাছ খাওয়ার হুকুম কি?
উত্তর: জীবিত কেঁচো, কাকড়া , পোকা-মাকর বা অন্য কোন প্রাণী দ্বারা মাছ শিকার করা মাকরুহ ৷ কেননা এতে জীবিত একটি প্রাণীকে অনর্থক কষ্ট দেওয়া হয় ৷ তবুও উক্ত পদ্ধতিতে যে মাছ শিকার করা হয়,তা খাওয়া কোন সমস্যা নেই ৷ তবে যদি বরশিড় কাটায় লাগানোর পূর্বে উক্ত প্রাণী মেরে ফেলা হয় এবং মারা যাওয়ার পর বড়শির কাটায় লাগানো হয়, তাহলে এতে সমস্যা নেই ৷
«প্রমাণপঞ্জি:»
★এলাউস সুনান: 17/20 (করাচী) ৷
★কিতাবুন নাওয়াযেল: 14/397 ৷
★ইমদাদুল ফাতাওয়া: 4/97 ৷
★আহসানুল ফাতাওয়া: 7/408 ৷
★আদ্দুররুল মুখতার: 6/474, শিকার অধ্যায় (দারুল ফিকর্ বৈরুত) ৷
★হেদায়া: 4/515 ৷
- «সমাধানে»
- মুফতি হুসাইন আহমাদ
- ইফতা সমাপন: 2016 -17 ইং
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া,
- 312, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা-1204 ৷
COMMENTS